দিনাজপুরে মদনটাক পাখি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:

বিরল প্রজাতির একটি মদনটাক পাখি অসুস্থ অবস্থায় দিনাজপুরের খানসামায় জমি থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় মদনটাক পাখিটি চিকিৎসা সেবা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান খানসামা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমাযুন কবির।

মঙ্গলবার সন্ধ্যায় চাষকৃত জমি থেকে খানসামা উপজেলার ভাবকি ইউপির গুলিয়ারা গ্রামের শিবু মাস্টারপাড়ায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পাখিটিকে উদ্ধার করা হয়। এসময় পাখিটি অসুস্থ ছিল।

স্থানীয়রা বলেন, পাখিটির পা ও ঠোঁট অনেক লম্বা। পিঠের ওপর ধূসর কালো রং ও সাদা বর্ণের শরীর। পাখিটি শারীরিকভাবে অসুস্থ থাকায় ঠিকমতো উড়তে পারছে না। পাখিটির মাথায় পালক না থাকায় ধারণা করা হচ্ছে এটি বিরল প্রজাতির মদন টাকপাখি। পাখিটি প্রাপ্তবয়স্ক।
খানসামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমাযুন কবির এর সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধাকৃত পাখিটি মদনটাক। এটি সাধারণত বাংলাদেশে বিলুপ্তির পথে। খাদ্যের খোঁজে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে। খাদ্যের খোজে ছুটতে ছুটতে এক সময় দুর্বল হয়ে লোকালয়ে এসে পড়ে। বিরল প্রজাতির মদনটাক পাখির সংবাদ পাওযা মাত্র সেখানে একজন কর্মকর্তাকে পাঠিয়ে উদ্ধার করা হয়েছে। পাখিটি অসুস্থ। তার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে পাখিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

খানসামা উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) এস এম মঞ্জুরুল কাদের জানান, বিষয়টি অবগত আছি। চিকিৎসা সেবা দেয়া হচ্ছে পাখিটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights