দিনাজপুর কাহারোলে জমির ধান কেটে নিলেন সহকারী কমিশনার (ভূমি)
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর কাহারোল উপজেলার চক বাজিতপুর মৌজার ২.একর ৪২ শতক জমির বোরো ধান কেটে নিলেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় হারভেস্ট গাড়ির সাহায্যে ধানগুলি কাটা হয়। ৪৭ বস্তা ধান ৬৪ হাজার টাকায় বিক্রয় করেছেন বলে অভিযোগ করেন, মৃত বজলুর রহমানের স্ত্রী গরিব অসহায় মোছা. সবেজা বেওয়া, তিনি দীর্ঘদিন ধরে জমিটি আবাদ করে আসছিলেন।
সবেজা বেওয়া জানান, মহামান্য হাইকোর্টের আদেশকে অমান্য করে ধানগুলি কেটে নিয়েছেন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন জানান, সবেজা বেওয়া দিনাজপুর যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত, মহামান্য হাইকোর্টসহ কোন জায়গায় মামলায় জিততে পারেননি এবং হাইকোর্ট থেকে ইনজাকশন জারি করাতেও পারেননি। পজিশন সরকারের, আইন ভঙ্গ করে ধান লাগানো হয়েছিল, তাই বোরো ধান কেটে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।