দিল্লির তাপমাত্রা নামল ৩ ডিগ্রিতে, রেড অ্যালার্ট জারি
অনলাইন ডেস্ক
টানা দ্বিতীয় দিনের মতো কমলো দিল্লির তাপমাত্রা। এবার দিল্লির বিভিন্ন জায়গায় তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে।
ভারতের আবহাওয়া দপ্তর শীত ও কুয়াশা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে।
এর আগে দিল্লির তাপমাত্রা নেমেছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লিতে সামনের দিনগুলোতে শীত প্রবাহ আরো বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
কুয়াশার কারণে দিল্লির ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে। অনেক ট্রেন এক থেকে ছয় ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।
দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানায় লাল সতর্কতা জারি করা হয়েছে। চণ্ডিগড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রাজস্থানেও পড়ছে তীব্র কুয়াশা।
সূত্র: এনডিটিভি