দীপিকার সাবেক প্রেমিকের বিয়ে

অনলাইন ডেস্ক

দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক সিদ্ধার্থ মালিয়া বসছেন বিয়ের পিঁড়িতে বসছেন। সিদ্ধার্থের সঙ্গেই এক সময় জমজমাট প্রেম ছিল দীপিকার।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরই দীপিকার জীবনে টাটকা বাতাসের মতো এসেছিলেন সিদ্ধার্থ। একসঙ্গে ডিনার ডেট থেকে আইপিএল ভিআইপি স্ট্যান্ডে আচমকাই দীপিকাকে জড়িয়ে ধরে সিদ্ধার্থের চুম্বন; কোনও কিছুই নজর এড়ায়নি ছবিশিকারিদের।

এ জুটির সম্পর্কের শেষটা কিন্তু ছিল তিক্ততায় ভরা। প্রেম ভাঙার পর বার বার দীপিকার দিকেই আঙুল তুলেছেন সিদ্ধার্থ। এবার দীর্ঘ দিনের প্রেমিকা জেসমিনকে বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ।
শিল্পপতির পুত্র সিদ্ধার্থ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিয়ের সপ্তাহ শুরু হয়ে গেছে।’ ২০২৩-এ জেসমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিদ্ধার্থ। সেই সময় দু’টি ছবিও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। গত বছর হ্যালোউইনের পার্টির সাজে হাঁটু মুড়ে বসে জেসমিনকে বিয়ের প্রস্তাব দেন তিনি। চলতি সপ্তাহে এবার চার হাত এক হচ্ছে সিদ্ধার্থ-জেসমিনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights