দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা হত্যায় আরও একজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিলে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাসেল।

শনিবার ভোর পাঁচটার দিকে তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ছয়জনে।

এর আগে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তারা হলেন- আবদুল লতিফ, কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির ও বাঁধন।
এদিকে, বিএনপি নেতা শেখ রবিউল আলমকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান গণমাধ্যমকে বলেছেন, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয়। তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্লিজেন্ট প্রোপার্টির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ রবিউল আলমকে গ্রেফতারে অভিযান চলছে। শেখ রবিউল বিএনপির নির্বাহী কমিটির সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights