দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দিনাজপুর বাস টার্মিনাল বেহাল

দিনাজপুর প্রতিনিধি

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এখন বেহাল। সংস্কার কাজ না হওয়াও শ্রমিক, যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে।

টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে কোনো সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে গর্ত হয়েছে। সামান্য পানিতেই পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ও যাত্রী ওঠানামায় বিঘ্ন ঘটে। আবার যাত্রী বিশ্রামাগারের ছাদ ও দেয়ালের প্লাস্টারের আস্তর খসে পড়ছে। এমন অভিযোগ সবারই। অথচ দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে চার শতাধিক বাস চলাচল করে।

পৌরসভার আর্থিক সংকটের কারণে সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম।

আব্দুর রহিম, ফারুক আহমেদসহ যাত্রীদের অভিযোগ, টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে কোনো সংস্কার হয়নি। এ কারণে বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষার সময়ে টার্মিনালে চলাচল করাই কঠিন হয়ে পড়ে। চারিদিকে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে ও যাত্রী ওঠানামায় বিঘ্ন ঘটে।

শ্রমিকদের অভিযোগ, টার্মিনালে বসার জায়গা কম, বিশ্রামের কোনো সু-ব্যবস্থা নেই, টয়লেট ব্যবহারের অনুপযোগী। জরুরিভাবে সংস্কার প্রয়োজন।

দিনাজপুর মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বি জানায়, বার বার পৌরসভার কাছে সংস্কারের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেয়া হয়নি।

এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌরসভার আর্থিক সক্ষমতা না থাকায় সংস্কার করা সম্ভব হয়নি।তবে মন্ত্রণালয়ের আরইউটিডি প্রকল্পের আওতায় এলে উন্নয়ন কাজ করা হবে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি প্রতিষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights