দুই জেলায় র‍্যাবের জালে ৯ জন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৬ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন। গত দুদিনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন একটি এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার উত্তর মোড়াইল গ্রামের জামাল মিয়ার ছেলে আমিনুজ্জামান (৪০), একই থানার পাইকপাড়া (চ্যামেলীবাগ) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, ইব্রাহিম হোসেন (২৬) ও পুনিয়াউট গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. ইয়াছিন (২৮)।
আটককালে তাদের কাছ থেকে ১২৪ বোতল ফেনসিডিল জব্দ করে র‍্যাব।

মামলা দায়েরপূর্বক পরে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, র‍্যাব-৯ এর আরেকটি দল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনমাগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি এলাকা থেকে মো. বদরুল আলম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। বদরুল তাহিরপুর উপজেলার মাহারাম গুদারাঘাট গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

আটককালে তার কাছ থেকে ৭০ বোতল বিদেশি মদ জব্দ করে র‍্যাব। পরে তাকে তাহিরপুর থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া র‍্যাব-৯ এর আরেকটি দল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর উপজেলার পৃথক স্থান থেকে ৫ মাদক কারবারিকে আটক করে।

আটকরা হলেন- তাহিরপুর উপজেলার বড়গোপ গ্রামের মো. জামাল মিয়ার ছেলে মো. শাহানুর মিয়া (২১), একই গ্রামের আলিম উল্লাহ’র ছেলে মেরাজ আলী (২২), তার ভাই মো. দেলোয়ার মিয়া (২৮), মাহারাম গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. মাঈন উদ্দিন (২৬), জাঙ্গালহাটি গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে মো. লাল মিয়া (২১)।

আটককালে তাদের কাছ থেকে ৯১ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‍্যাব। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights