দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকার, মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলার একটি মাদ্রাসার হেফজখানার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রবিবার সকালে মোংলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এক শিশু শিক্ষার্থীর বাবা। অভিযুক্ত আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মহর আলী সরদারের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, উপজেলার মাদুরপাল্টা গ্রামের একটি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি মাদ্রাসার হেফজখানার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন। বলাৎকারের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে রবিবার সকালে মোংলা থানায় আউয়াল সরদারের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights