দুমকিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপজেলাবাসীকে সতর্ক করাসহ বেশকিছু আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি এড়াতে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য উপজেলায় কন্ট্রোল খোলা হয়েছে। সব আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো প্রস্তত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতির খোঁজখবর নেয়া ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে পাঁচটিকে টিম ঘূর্ণিঝড়ের আভাস ও সতর্ক সংকেত জানিয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights