দুমকী উপজেলা যুবদল নেতা গ্রেফতার
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা যুবদলের সদস্য ও দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় তাকে পটুয়াখালী ব্রিজের টোলপ্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফ পটুয়াখালী আদালতে একটি নিয়মিত মামলায় হাজিরা দিতে গেলে দুমকীর লেবুখালি থেকে পটুয়াখালী ব্রিজের টোলপ্লাজায় পৌঁছলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানায় নিয়ে যায়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে বলে জানা যায়। পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।