দুর্দান্ত জয়ে সাউদির বিদায় রাঙালো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
টিম সাউদির বিদায়টা বড় জয় দিয়ে রাঙালো নিউজিল্যান্ড। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনেই ৪২৩ রানের বিশাল জয় পায় তারা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে ৩৪৭ রান। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ১৪৩ রানে। ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউইরা করে ৪৫৩ রান। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৫৮ রান।

সেই রান তাড়া করতে নেমে ৬ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলে তৃতীয় দিন শেষ করে ইংল্যান্ড। আজ বাকি ৮ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ২১৬ রান যোগ করতে পারে। তাতে ৪৭.২ ওভারে ইংলিশরা অলআউট হয় ২৩৪ রানে। আর ব্ল্যাক ক্যাপসরা জয় পায় ৪২৩ রানের বিশাল ব্যবধানে।

ক্যারিয়ারের শেষ টেস্টে বল হাতে ২টি উইকেট নেন সাউদি। ২টি উইকেট নেন ম্যাট হেনরিও। আর ৪টি উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেন মিচেল স্যান্টনার।

প্রথম ইনিংসে ৭৬ রান ও ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিউজিল্যান্ডের স্যান্টনার। আর ৩৫০ রান করে সিরিজ সেরা হন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

তিন ম্যাচ সিরিজ ইংল্যান্ড জিতে নেয় ২-১ ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights