দুর্বৃত্তের আগুনে দগ্ধ গৃহবধূ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে হালিমা আক্তার মিম (২০) নামের এক গৃহবধূর হাত পা বেঁধে গায়ে আগুন দিয়ে বাসার দরজা বন্ধ করে পালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। ওই গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন তাকে অগ্নিদগ্ধাবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার নূতনবাজার সংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়াটে বাসায় এ ঘটনাটি ঘটেছে।

প্রতিবেশীরা জানায়, দুমকি সাতানী গ্রামের বাসিন্দা জামাল প্রিন্স ও হালিমা আক্তার মিম দম্পতি চলতি মাসের ২ জুন শাহজাহান দারোগার ভাড়াটে বাসায় ওঠে বসবাস করছিল। আজ দুপুরের খাবার খেয়ে সবাই যে যার বাসায় বিশ্রাম করছিল। হঠাৎ প্রতিবেশী নতুন ভাড়াটে বাসায় চিৎকার শুনে ছুটে গিয়ে বাইরে থেকে দরজার ছিটকানী বন্ধ পায়। ভেতরে ঢুকে অগ্নিদগ্ধ হালিমা আক্তার মিমকে হাত পা বাঁধা গড়াগড়িরত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। অগ্নিদগ্ধ হালিমা আক্তার মিমকে হায় স্বামী হায় স্বামী বলে মুর্ছা খেতে দেখেছেন প্রতিবেশীরা। ঘটনার সময় স্বামী প্রিন্স বাসায় ছিল না বলে জানা যায়। মুখোশধারী দুই দুর্বৃত্ত হঠাৎ বাসায় ঢুকে হালিমা আক্তার মিম হাত পা বেঁধে গায়ে আগুন ধরিয়ে বাইরে থেকে সিটকানী বন্ধ করে পালিয়ে গেছে। এতে গৃহবধূর হাত বুক, পেটসহ শরীরের অনেকাংশ ঝলসে গেছে। দুর্বৃত্তদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে দুমকি থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights