দেশের স্থিতিশীলতা রক্ষায় আড়াইহাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার উদ্যোগে এই মতবিনিময়র সভার আয়োজন করা হয়।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাশরুর আহমেদ বলেন, ‘একটা সময় ছিল আমরা আড়াইহাজারে ঢুকতে পারতাম না। এখন এই সুযোগ হয়েছে। কোন কারণে যদি দেশের পরিবেশ নষ্ট হয়ে যায় আমরা আর দাঁড়াতে পারবো না।’

তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে সমাজে হানাহানি-বিশৃঙ্খলা কমে যাবে। দেশে স্থিতিশীলতা বজায় থাকবে। প্রয়োজনীয় সাংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা সাদেকুর রহমান, সাবেক সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, হাইজাদী ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক, ফতেহপুরের সদস্য মাওলানা আবুল কাসেম ও গোপালদী পৌরসভার সহ-সভাপতি মাওলানা মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights