‘দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক বলেছেন, সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনাকালে যখন বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা তখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। তিনি কথা দিয়ে কথা রাখেন, এ কারণে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

তিনি শুক্রবার সন্ধায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী গো হাটী মাঠে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে আওয়ামী লীগের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনোয়ারুত তারিক মোহাম্মদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, নারচী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন বান্টু, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল কাফি, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাছেদুজ্জামান রাছেল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, উপজেলার ছাত্রলীগের সভাপতি হাবিব, সাধারণ সম্পাদক পলাশ, সাবেক সভাপতি মিজান, সাবেক সভাপতি সাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights