দোনবাসে সত্যি কী পাল্টা প্রতিরোধ গড়তে পেরেছে ইউক্রেন?

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দোনবাস অঞ্চলে দফায় দফায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এ অঞ্চলের বাখমুতসহ অন্যান্য শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তবে ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ গড়েছে। পূর্ব দোনবাসজুড়ে নিজেদের শক্তি জোরদার করেছে তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছেন। দোনবাসের এমন পরিস্থিতির মধ্যে মস্কো দাবি করেছে, এ অঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায় হামলা চালিয়ে ৬০০ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। তবে এ দাবি নাকচ করেছে কিয়েভ।

রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ক্রামাতোরস্কে ইউক্রেনীয় সেনাদের ব্যারাক হিসেবে ব্যবহৃত দুটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলার মধ্য দিয়ে নববর্ষের প্রাক্কালে দোনেতস্কের মাকিভকায় ইউক্রেনীয় বাহিনীর হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে। মাকিভকায় হামলায় ৮৯ জন রুশ সেনা নিহত হন বলে স্বীকার করে মস্কো। তবে ইউক্রেনের দাবি, মাকিভকায় ৪০০ রুশ সেনা নিহত হয়।
ক্রামাতোরস্কে হামলা নিয়ে রাশিয়ার নতুন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় দলের মুখপাত্র সের্গেই চেরেভাতি বলেন, ইউক্রেনের সব হিমার্স রকেটব্যবস্থা ধ্বংস করে দেওয়ার রাশিয়ার দাবি যেমন, এ কথাও তেমন। রাশিয়া সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারেনি। সূত্র: ভয়েস অব আমেরিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights