দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বাম জোটের মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ সর্বজনীন রেশনিংয়ের দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের জেলা কার্যালয় ১নং রেল গেটে এসে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা কমিটির আহ্বায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক কমরেড রেবুতি বর্মন, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল্যাহ আদিল নান্নু, মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, টাকা পাচারকারী ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে গণআন্দোলন ও জেলা হাসপাতালসহ সকল উপজেলা হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে জনসাধারণের চিকিৎসা সেবার মান নিশ্চিত ও জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।