দ্রুত যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন কিম জং

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার সামরিক, যুদ্ধাস্ত্র শিল্প এবং পারমাণবিক অস্ত্র খাতকে দ্রুত যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন বছরের জন্য নীতি নির্দেশনার বিষয়ে কথা বলতে গিয়ে এই নির্দেশ দেন কিম জং উন।

তিনি বলেছেন, পিয়ংইয়ং ‘সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীন’ দেশগুলোর সাথে কৌশলগত সহযোগিতার সম্প্রসারণ করবে।’
কেসিএন বলেছে, “তিনি (কিম) যুদ্ধের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার জন্য পিপলস আর্মি এবং যুদ্ধাস্ত্র শিল্প, পারমাণবিক অস্ত্র এবং বেসামরিক প্রতিরক্ষা খাতকে নির্দেশনা দিয়েছেন।”

এদিকে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ইয়েনচিওনের পূর্ব কাউন্টিতে একটি ফ্রন্টলাইন সামরিক ইউনিট পরিদর্শন করেছেন। এসময় তিনি উত্তর কোরিয়ার কাছ থেকে কোনও উস্কানি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: রয়টার্স, ইউএসএ টুডে, আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights