ধর্ষণের পর সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে জনপ্রিয় অভিনেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় ভারতীয় অভিনেতা বীরেন্দ্র বাবুকে গ্রেফতার করা হয়েছে। শুধু ধর্ষণ নয়, সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়ার মতো ন্যক্কারজনক অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সংবাদমাধ্যমের খবর, ৩০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ ও খুনের হুমকি এবং ব্ল্যাকমেইলের অভিযোগে হেফাজতে নেয়া হয়েছে বীরেন্দ্র বাবুকে। দু’বছরের পুরোনো মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতারের পরই এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন তিনি যখন অবচেতনে ছিলেন সেই সুযোগে তাকে ধর্ষণ করেছেন এই কন্নড় অভিনেতা, প্রযোজক ও পরিচালক বীরেন্দ্র বাবু। আবার ধর্ষণের সময় সেই দৃশ্য রেকর্ডও করেছেন। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কন্নড় অভিনেতা, ভুক্তভোগী নারী চিকমাগালুর বাসিন্দা। তার সঙ্গে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়েছিলেন বীরেন্দ্র বাবু। পরে কফিতে নেশার দ্রব্য দিয়ে অবচেতন করা হয় তাকে। আর ওই সুযোগে যৌন সম্পর্ক স্থাপন করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, বীরেন্দ্র বাবুর দাবি করা অর্থ পরিশোধ করার জন্য নিজের অলংকার বিক্রি করতে হয়েছে তাকে। একবার অর্থ নিয়েই ক্ষান্ত থাকেননি। গত ৩০ জুলাই ফের তাকে (ভুক্তভোগী নারী) ফোন করে ডাকা হয়। গাড়ির ভেতরে মাথায় বন্ধুক ধরে হুমকি দেন এবং আরও অর্থ দাবি করেন। পরে তার শরীর থেকে সব অলংকার খুলে রাস্তায় ফেলে দেয়া হয়।
ধর্ষণ ও ব্ল্যাকমেইল নিয়ে আতঙ্কে সময় কাটানোর মাঝেই দ্বিতীয় দফার এ ঘটনা ঘটে। তবে পরে আর নিশ্চুপ থাকেননি ভুক্তভোগী। ওই নারী কোদিগেহালি থানায় অভিনেতা-পরিচালক বীরেন্দ্র বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরুর পর কিছু তথ্য-প্রমাণ পান। সেই ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত বীরেন্দ্র বাবুকে। তবে এখনো গ্রেফতারকৃত নির্মাতা বা তার পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।

বীরেন্দ্র বাবু এবারই প্রথম নয়, এর আগেও সমালোচনায় এসেছেন। গত বছরই এক কোটি ৮০ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নির্বাচনের মনোনয়ন দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights