ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মহিউদ্দিন বাবুকে এক যুগ পর গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে সিমেন্ট ক্রসিং এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৭। মহিউদ্দিন বাবু (৩৫) নগরের বন্দরটিলা এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, গণধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন বাবুকে সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে মহিউদ্দিন বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights