ধামরাইয়ে ইমামদের মাঝে আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ
ধামরাই ( ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরের উদ্যোগে সোমবার পৌরসভায় উপস্থিত ৪৮টি মসজিদের ইমামদের মাঝে আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১টায় পৌরসভার হলরুমে পৌরসভার প্যানেল মেয়র মোঃ মোকছেদ ঊপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সফিক আনোয়ার গুলশান, সমাজসেবক সারোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মাসুম খান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ শহিদুল্লাহ, পৌর কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী প্রমুখ।
এ সময় পৌরসভার মেয়র ও উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির অসুস্থ থাকার কারণে ভিডিও কলে উপস্থিতিদের সাথে কথা বলেন এবং সুস্থতার জন্য দোয়া চান।