ধ্বংস করা হবে ২২০ কন্টেইনার পণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে খালাস না হওয়া ২২০টি কন্টেইনার পণ্য ধ্বংস করতে যাচ্ছে কাস্টমস হাউস। বুধবার চট্টগ্রাম নগরীর হালিশহরের আনন্দবাজার এলাকায় এ পণ্যগুলো ধ্বংস করা হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুরিট কমিশনার মাহফুজ আলম বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের ধ্বংস কমিটির সভায় ২২০ কন্টেইনার পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক পচনশীল ২২০ কন্টেইনার পণ্য ধ্বংস কার্যক্রম শুরু হবে বুধবার।’

কাস্টমস সূত্রে জানা যায়, ধ্বংসযোগ্য কন্টেইনারগুলো চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড এবং বেসরকারি অফডকে রয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করার জন্য চট্টগ্রাম হাউসের নিজস্ব কোন জায়গা নেই। তাই সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং স্পেসের পাশে খালি জায়গাটির নির্বাচন করা হয়েছে।
প্রসঙ্গত, বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনতে গিয়ে কায়িক পরীক্ষায় আটক করা হয় এসব পণ্য। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে এসব পণ্য খালাসের নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করলে এসব পণ্য নিলামে তোলে কাস্টমস হাউস। আর যে পণ্যগুলো নষ্ট বা পচে যায় তা ধ্বংসের উদ্যোগ নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights