নওগাঁয় পিঠা উৎসব
নওগাঁ প্রতিনিধি:
শীত-কুয়াশার বিদায় আর বসন্তের বরণ উপলক্ষে নওগাঁয় বসেছিল পিঠা মেলা। রবিবার দিনব্যাপী এই মেলার আয়োজন করে শাহিন স্কুল নওগাঁ শাখা। জেলা শহরের নওযোয়ান মাঠে সকাল থেকেই শুরু হয়ে শেষ হয়েছে বিকালে।
মেলার আয়োজন কমিটির সভাপতি মোহাম্মদ মাসুদুর আমীন শাহীন জানান, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে করে নতুন প্রজন্ম গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠাগুলোর স্বাদ নিতে পারে। পিঠা মেলার পাশাপাশি আয়োজন করা হয় বই মেলার। যেখানে ছোট্ট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বইয়ের স্টল ঢাকা হয়েছে। মেলা জুড়ে পিঠা এবং বই এর ১০টি পাভিলিয়ন রয়েছে। এছাড়াও মেলা প্রাঙ্গনে বাচ্চাদের গজল, গল্প, গান, ছড়া আবৃত্তিসহ খেলাধুলার আয়োজন করা হয়।