নড়াইলে কলেজ শিক্ষক ও ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নড়াইল সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন (৬৪) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা সদর হাসপাতালে মারা যান তিনি।

এর আগে, শহরের ভওয়াখালীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। জোহর নামাজ শেষে নড়াইলের দুর্গাপুর এলাকায় শাহাবাদ মাজিদিয়া মহিলা মাদরাসা এলাকায় আমজাদ হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আসর নামাজ বাদ গ্রামের বাড়ি নড়াইলের জুড়ালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম মোল্যা (৩৫) হৃদরোগে মারা গেছেন। সোমবার দুপুরে মাইজপাড়া বাজারে হৃদরোগে আক্রান্ত হলে জেলা সদর হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসর নামাজ বাদ মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি তারাশি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights