নড়াইলে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
তকাল

বিকেলে শহরের আলাদাতপুর এলাকায় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী। সভাপতিত্ব করেন-জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম, ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দিন, নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, নড়াইল জেলা বিএনপির সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, রূপগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা আইয়ূব আনসারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কালচারাল বিভাগের সদস্য আবিদুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক রাফায়েতুল হক তমাল। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights