নড়াইলে নদী থেকে কুমির উদ্ধার
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদী থেকে ৭ ফিট লম্বা একটি কুমির উদ্ধার করেছে এলাকাবাসী। বনবিভাগ জানায়, বর্ষার পানির সঙ্গে ভেসে আসা কুমিরটি নবগঙ্গা নদীর তীরে আটকা পড়ে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রামের নবগঙ্গা নদী থেকে কুমিরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার মাইগ্রামের ইয়ামিন চৌধুরী নবগঙ্গা নদীতে মাছ ধরতে যান। এসময় তিনি নদীর অল্প পানিতে কুমিরটিকে দেখতে পান। পরে কতিপয় উৎসুক গ্রামবাসী মিলে রশি দিয়ে ফাঁদ তৈরি করেন। পরে স্থানীয় আরো লোকজনের সহযোগিতায় কুমিরটিকে ফাঁদে আটক করে পানি থেকে তুলে আনে তারা। পরে কুমিরটি নেওয়ার জন্য খুলনা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী আজগর জানান,‘কুমিরটি উদ্ধার করে নবগঙ্গা নদীর তীরে বেঁধে রেখে খুলনা বন বিভাগকে খবর দিলে তারা এসে নিয়ে যান। কুমিরটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেয়া হবে বলে বন কর্মকর্তারা জানিয়েছে।