নড়াইলে নারীর মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি:
জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বসতঘর থেকে শেফালী বেগম ওরফে আন্না (৪৮) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে ঘরের মধ্যে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শেফালী ওরফে আন্না গোবিন্দপুর গ্রামের আলীম শেখের স্ত্রী।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের আলীম শেখ চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকেন। স্ত্রী বাড়িতে একা ছিলেন।নগদ টাকা কিংবা স্বর্ণালংকার লুটের জন্য আসা দুবৃর্ত্তরা আলীম শেখের স্ত্রীকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারনা করছে।
ওসি আরো জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।