নড়াইলে পালিত হল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৪
শুভ সরকার ,নড়াইল থেকে
নড়াইলে পালিত হয়েছে “ আন্তজার্তিক শব্দ সচেতনতা দিবস-২০২৪”।
আজ বুধবার দিবসটি পালন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর
আয়োজনে জেলা প্রশাসন ,নড়াইলের সহযোগীতায় র্যালী ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে একটি র্যালী শুরু হয়ে আদালত
সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়্ধসঢ়; পরে জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না,
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস,সরকারি কর্মকর্তা
মুক্তিযোদ্ধা,সাংবাদিক ,শিক্ষক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত
ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ
অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবুল মালেক।