নড়াইলে মানব পাচারকারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

শুভ সরকার, নড়াইল থেকে
নড়াইলে মানব পাচারকারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও ৪০০ টি সিম জব্দ করে পুলিশ। বুধবার (২৯ মে) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। গ্রেফতারকৃতরা হলো মোঃ তরিকুল ইসলাম (৩৫) ও কুবাদ আলি (৪২)।
তিনি আরো জানান, নড়াইলের লোহাগড়া থানাধীন নওয়পাড়া গ্রামের মোঃ আরিফুজ্জামানের বড় ভাই আল আমিন শেখ দুই বছর পূর্বে লিবিয়ায় গমন করেন। এ বছর মার্চ মাসে আল আমিন মোবাইল ফোনের মাধ্যমে জানায় তাকে অজ্ঞাত ৪/৫ জন লোক একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। অজ্ঞাতনামা এক ব্যাক্তি মোবাইল ফোনে জানায় তার ভাইকে বাঁচাতে হলে বিকাশের মাধ্যমে ১০ লক্ষ টাকা দিতে হবে। টাকা না দিলে তারা তার ভাইকে মেরে ফেলবে। এ কারনে আরিফুজ্জামান তিন দফায় বিকাশের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আরিফুজ্জামান লোহগড়া থানায় একটি মানব পাচারের মামলা করেন। উক্ত মামলায় গত ২৮ মে রাতে কুষ্টিয়া জেলার দহোকুরা গ্রাম থেকে মোঃ তরিকুল ইসলাম ও কুবাদ আলি নামে দুই মানব পাচারকারিকে আটক করে পুলিশ এবং তাদের কাছ থেকে অনিবন্ধিত ৪০০ মোবাইল সিম ও ৮টি মোবাইল ফোন জব্দ করে। পুলিশ সুপার জানান, আটককৃতরা বাংলাদেশ থেকে টাকা আদায় করে চক্রের অন্যান্য সদস্যদেরকে দিত। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights