নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ মকবুল হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন-উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা পশ্চিম পাড়া বেরাইল্যা বাড়ীর মৃত ফজলু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে ধরাভাঙ্গা পশ্চিম পাড়া মকবুল হোসেন এর বসত বাড়িতে এসআই মোঃ আব্দুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে ১ টি দেশীয় তৈরি এল.জি, ৮ টি কার্তুজ, ১ টি রামদা, ৩ টি চাপাতি, ২ টি ছুরি, ১ টি রেত উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়৷আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights