নরসিংদীতে তাঁতী লীগ নেতাকে গলা কেটে হত্যার অভিযোগ, গুলিবিদ্ধ ১
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে এলাকার আধিপত্য ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাঁতী লীগ নেতা রানা আকবর মোল্লাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার সহযোগী তুষার। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাউরিয়াপাড়া পৌর ঈদগাহের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রানা মোল্লা কাউরিয়াপাড়া মাহল্লার আলী আকবর মোল্লার ছেলে এবং শহর তাঁতী লীগের নেতা ছিলেন। অপর আহত তুষার একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের ছেলে। নিহতের স্বজনরা জানায়, পূজা দেখে ফেরার পথে রাত ৮ টার দিকে নরসিংদী পৌর ঈদগাহের সামনে আসা মাত্রই আগে থেকে ওঁত পেতে থাকা অস্ত্রধারী সোহেল,সজিব ইব্রাহিম নামে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি শুরু করে। পরে রানা মাটিতে লুটিয়ে পড়লে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা। এসময় রানার সাথে থাকে তুষারও গুরতর আহত হন।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানা মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তুষারকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার। তিনি জানিয়েছেন, এলাকার আধিপত্য ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে। পরবর্তী সংহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।