নরসিংদীতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী রুপন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কিশোরগঞ্জের কটিয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত রুপন আহম্মেদ ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
পলাশ থানার ওসি মো. ইকতিয়ার উদ্দিন জানান, গ্রেফতারকৃত রুপন আহম্মেদ রবিবার ভোরে তার স্ত্রী সুমি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ খাটের নিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এদিকে হত্যার ঘটনায় নিহতের পিতা ফজলুর রহমান থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত স্বামী রুপনকে গ্রেফতারে অভিযান চালায়। পরে তথ্য প্রযুক্তির সহযোগীতায় কিশোরগঞ্জের কটিয়াদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।