নাটোরে অবরোধের সমর্থনে বিক্ষোভ
নাটোর
দেশব্যাপী বিএনপির ডাকা দুইদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। রবিবার সকাল সোয়া ৬টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের একডালা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা ভিপি তুষার, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল রনি, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম। এ সময় তারা সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন।