নাটোরে ফেনসিডিল ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন এবং ফেনসিডিলসহ মোঃ জয় (২২) ও আশরাফুল ইসলাম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকায় শান্তি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় ডিবি ও সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাতে নলডাঙ্গা উপজেলার পুর্ব মাধনগর গ্রামে অভিযান চালায় পুলিশসহ যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিলসহ নগদ টাকা ও ৪৪ পুরিয়া হেরোইন পাওয়া যায়। আটক মোঃ জয় রাজশাহীর চারঘাট থানার দক্ষিণ রায়পুর থানার মোঃ ফজলুর রহমানের ছেলে এবং আশরাফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পুর্বমাধনগর গ্রামের মোঃ জেহের আলীর ছেলে। মঙ্গেলবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকায় শান্তি ফিলিং স্টেশনের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর একটি চেকপোস্ট বসায়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (হিমাচল সারণী) থামিয়ে তল্লাশি চালিয়ে মোঃ জয় নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরদিকে সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর কলেজপাড়া থেকে ৪৪ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে আটক করে পুলিশসহ যৌথবাহিনী। এ ঘটনায় নলডাঙ্গা থানায় মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights