নাটোরে যুবককে কুপিয়ে জখম, ৫ জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরে আদালত চত্ত্বরে সময় আহমেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে নাটোর কোর্ট চত্ত্বর (জেলা প্রশাসকের কার্যালয়ের) সামনে এ ঘটনা ঘটে। আহত সময় আহমেদ নাটোর শহরের কানাইখালী এলাকার মো. রাজু আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মামলার হাজিরা দিতে নাটোর জজ কোর্টে যান সময় আহমেদ। কোর্টে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এতে যুবকের বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। এ সময় পুলিশ দেখতে পেয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে। পরে অপর একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর আহত যুবককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights