নারায়ণগঞ্জে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে আত্ম-মানবতার সেবায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত জামায়াতে ইসলামের ফ্রি মেডিকের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বন্দরের ঘারমোড়া এলাকার বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসায় বন্দর উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. মোশাররফ হোসেন স্বপনের অধীনে ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা, রুক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস নির্ণয়, সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রধান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. আরিফুর রহমান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবু আব্দুল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারী মাওলানা নূরুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন পূর্ব সভাপতি কবি নজরুল ইসলাম আমিনী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জুয়েল ও বিশ্বনবি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।