নারায়ণগঞ্জে জামায়াতের কর্মসূচি পালনে বাধা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর কর্মসূচি পালনে বাধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আড়াইহাজার থানা উত্তর জামায়াত ইসলামীর উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।

আড়াইহাজার থানা উত্তর জামায়াত ইসলামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা। এসময় আরও বক্তব্য রাখেন সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারাক হোসাঈন সোহানসহ দলীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, তাদের জানা উচিত হামলা করে, ভয় দেখিয়ে জামায়াতে ইসলামীকে রুখে দেওয়া যায় না। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই। যত জুলুম হবে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা তত বাড়বে।

এ বিষয়ে সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারাক হোসাঈন সোহান বলেন, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে গত শনিবার রাতে আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে কিছু লোকজন জামায়াতের সব ধরনের কাজ করতে নিষেধ করেন। এসময় কয়েকজন কর্মীকে মারধর করে অপদস্ত করে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার পর জামায়াত নেতারা একটি দোকানে বসার কারণে সেই দোকানটিও বন্ধ করে দেওয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights