নাশকতার অভিযোগে ২৪ দিনে গ্রেফতার ৫৬২

অনলাইন ডেস্ক

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আরও ৪০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ নিয়ে নাশকতায় জড়িত অভিযোগে গত ২৮ অক্টোবর থেকে ২৪ দিনে মোট ৫৬২ জনকে গ্রেফতার করা হলো।

আজ সোমবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি জানান, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪৫টি টহল ও সারাদেশে র‌্যাবের ৪ শতাধিক টহল দল মোতায়েন রয়েছে।

তাছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। অবরোধে গণপরিবহনের নিরাপত্তা প্রদানে দূরপাল্লার বাসে চাহিদার পরিপ্রেক্ষিতে র‌্যাবের এসকর্ট দেওয়ার মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights