নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
নিউইয়র্ক স্টেটে বাংলাদেশিদের নতুন বসতিস্থল বাফেলো-তে গতকাল শনিবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ ও বাবুল নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বাফেলো পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেলি এভিনির কর্ণারে) একটি বাড়ির সংস্কারের কাজ করছিলেন ওই দুই বাংলাদেশি। সেখানেই গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং দুর্ঘটনার স্থান থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।