নিজ দেশে ফেরার দাবি রোহিঙ্গাদের

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন-পীড়নের সাত বছর আজ। দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন রোহিঙ্গারা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ‘হোপ ইজ হোম’ ক্যাম্পেইন পালন করেন তারা। ‘হোপ ইজ হোম’ ক্যাম্পেইন উপলক্ষে আশপাশের ক্যাম্প থেকে সকাল থেকেই খেলার মাঠে জড়ো হতে শুরু করেন রোহিঙ্গারা। পোস্টার, প্ল্যাকার্ড হাতে মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলে ধরেন তারা। রোহিঙ্গা ঢলের সাত বছরপূর্তি ও রোহিঙ্গা গণহত্যা দিবসের সমাবেশে বক্তব্য দেন রোহিঙ্গা নেতারা। দেশে ফিরে যাওয়ার জন্য দিবসটি পালন করছেন তারা। কয়েকজন রোহিঙ্গা নেতা বলেন, ‘এই দিনে মিয়ানমার জান্তা সরকার আমাদের ওপর গণহত্যা চালিয়েছে। এই দেশে আর কত বছর থাকব? আর থাকতে চাই না। আমরা আমাদের স্বদেশে ফিরতে চাই। মিয়ানমার আমাদের দেশ। অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রত্যাবাসন সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান রোহিঙ্গা নেতারা। ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ করে। কক্সবাজারের উখিয়া-টেকনাফের প্রায় ৩০টি ক্যাম্পে অস্থায়ীভাবে বসবাস করছেন তারা। মিয়ানমারের সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর তালিকাভুক্ত ২ হাজার ২৬০ জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় ২০২২ সালের ১৫ নভেম্বর দেড় শ জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। তবে নানা জটিলতায় আজও তা আলোর মুখ দেখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights