নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসাটাই কাম্য : ইসি
নিজস্ব প্রতিবেদক, যশোর
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ঈমান ও বিবেক ঠিক থাকলে কোন মতবিরোধ থাকতো না। আমাদের দেশ সোনার নয়, হীরার বাংলায় পরিণত হতো।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সবার অবদান দরকার। ভালোকে ভালো বলতে হবে, অর্থের কাছে বিক্রি হওয়া যাবে না। একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসাটাই আমাদের কাম্য।
শনিবার সকাল ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঝিকরগাছা সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।
নির্বাচন কমিশনার বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল কিছু করা হচ্ছে। স্বচ্ছতার জন্য শুধু সিসিটিভি নয়, সাংবাদিকদেরও আমরা আমাদের চোখ, কান হিসেবে দেখছি। সবার হাতেই এখন ক্যামেরাযুক্ত স্মার্টফোন। এগুলোও সিসি ক্যামেরার মতো কাজ করবে। স্বচ্ছতা আমাদের মনের মধ্যে আনতে হবে, বিবেকের মধ্যে আনতে হবে। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে- এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, যশোরের স্থানীয় সরকার বিভারেগ উপ-পরিচালক রফিকুল হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করে কর্মসূচির উদ্বোধন করেন। আগামী দুই মাস ধরে এ উপজেলার দুই লাখ ১৮ হাজার ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ অব্যাহত থাকবে।