নির্বাচনী ইশতেহার ঘোষণা জাসদের

অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান তৈরি, দুর্নীতি দমন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ বেশকিছু বিষয়কে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

শনিবার সকালে দলের প্রধান কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শিরীন আখতার ইশতেহার তুলে ধরেন। সংসদের ভিতরে ও বাইরে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেছে জাসদ।

জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এক দেশ এক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার শিক্ষানীতি ঘোষণা ও বাস্তবায়নের বিষয়টিও রাখা হয়েছে জাসদের ইশতেহারে। সংখ্যালঘুদের উপর অবিচারের বিচার, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে অনিয়ম অবসানে সোচ্চার থাকতে চায় দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights