নেইমারদের লজ্জার হারে ‘ক্ষিপ্ত’ কোচ

অনলাইন ডেস্ক

কিছুদিন পরই চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। কিন্তু ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক ধাক্কা খেয়েই যাচ্ছে তারা। এবার লিগ ওয়ানে মোনাকোর কাছে ৩-১ গোলে হারে ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা। চলতি বছরে এটি তাদের চতুর্থ হার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘আমি ক্ষিপ্ত কারণ শুরুটা বিপর্যয়ের মতো ছিল। এক গোল হজমের পরও আশা ছিল, এরপর আমরা তিন গোল হজম করে বসলাম। ৩-১ গোলে পিছিয়ে পরার ম্যাচে ফেরাটা আরও কঠিন কাজ।’

মোনাকোর বিপক্ষে ছিলেন না মেসি-এমবাপ্পের মতো তারকারা। কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিল। খেলোয়াড় ও সমর্থক – সবার জন্যই সময়টা খারাপ যাচ্ছে। মঙ্গলবার আমাদের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। শক্তি ও আত্মবিশ্বাস পেতে সবার এক সাথে বসতে হবে। বিশ্বকাপ বিরতি শেষে খেলা শুরু হওয়ার পর আমরা অনেক গোল হজম করেছি। আমাদের আত্মবিশ্বাস পেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights