নেইমার ফেরার ম্যাচে জয় পেল আল হিলাল

অনলাইন ডেস্ক
আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ এলিটে আল আইন ও আল হিলালের ম্যাচ শেষ হয়েছে ৯ গোলের রোমাঞ্চে। তবে এই ম্যাচ ঘিরে ভক্তদের বাড়তি উম্মাদনা ছিল নেইমারের মাঠে ফেরা নিয়ে।

ম্যাচের ৭৭ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। আল হিলাল মিডফিল্ডার নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার। আল হিলাল তার ফেরার ম্যাচটা স্মরণীয় করেছে ৫-৪ গোলে জিতে।

দিনের হিসেবে ৩৬৯ দিন পর মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ এইসার তা সেভ করেন।
৯ গোলের উপভোগ্য ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেছিলেন সুফিয়ান রাহিমি। ম্যাচ শেষে মাঠেই নেইমার বলেছেন, ‘খুব ভালো লাগছে। আমি খুশি। ফিরে এসেছি, ফিরে এসেছি।’

২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফারে আল হিলালে যোগ দেওয়ার পর মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়, যার ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। গত বছরের নভেম্বরে তিনি অস্ত্রোপচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights