নেজাম ইসলামের নতুন মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কওমী মতাদর্শী রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মঙ্গলবার ঢাকায় নেজামে ইসলামের মজলিশে শূরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আজিজুল হক ইসলামাবাদী হেফজাতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব এবং কেরানীগঞ্জে অবস্থিত মাদরাসাতুল আতহার আল ইসলামিয়ার মুহতামিমের দায়িত্ব পালন করছেন।
জানা যায়, মঙ্গলবার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিশে শূরার এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন নেজামে ইসলামের আমীরে আল্লামা ছরওয়ার কামাল আজিজি। সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, যুগ্ম মহাসচিব মাওলানা মন্জুরুল কাদের চৌধুরী, ডাক্তার মাওলানা ইলিয়াস খান প্রমুখ। বৈঠকে সর্বসম্মতিক্রমে আজিজুল হক ইসলামাবাদীকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করা হয়।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, মঙ্গলবার নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমাকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করেন শূরা সদস্যরা।