নেত্রকোনায় ঝড়ে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা ও মোহনগঞ্জে সোমবারের ঝড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। মঙ্গলবার সকালে কলমাকান্দার সোনাডুবি হাওর থেকে অনিল দাস (৪৮) ও মোহনগঞ্জ ডিঙ্গাপোতা হাওর থেকে দুলাল তালুকদার (৬২) নামে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার ভোররাতে নেত্রকোনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে তারা নিখোঁজ হয়েছিলেন। পরে নিজ নিজ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবুরি দল নিয়ে খোঁজ না পেয়ে নিখোঁজের একদিন পর লাশগুলো স্ব-স্ব জায়গায় ভেসে উঠলে স্থানীয় ও ডুবুরি দল উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্ত করে।
এদিকে কলমাকান্দা উপজেলায় ঝড়ে শুনুই গ্রামের ভানবিল বিলে আব্দুল কুদ্দুস (৪৫) নামে আরও এক জেলে নিহত হন। নিহতের পরিবারকে সোমবার তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদ থেকে ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয় দাফনের জন্য। মঙ্গলবার সকালে কলমাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকৃত অনিলের পরিবারেও ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করে।
অনিল দাস কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকলিয়া গ্রামের ঈশ্বর চন্দ্র দাসের ছেলে। আব্দুল কুদ্দুস পোগলা ইউনিয়নের শুনই বেখরীকান্দা গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।
কলমাকন্দায় মৃত দুই জেলের পরিবারে অর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপসহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।