নেত্রকোনায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় অভিযান চালিয়ে সদর উপজেলার মডেল থানার পুলিশ দেলোয়ার হোসেন নামের একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
আজ শুক্রবার সকালে তাকে পৌরসভার বারহাট্টা রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি মইনপুর নদীর পাড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, দেলোয়ার একটি মামলায় সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
জানা গেছে, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের নির্দেশনায় ওসির নেতৃত্বে এএসআই রাহিদুল ইসলামসহ পুলিশের একটা বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।