নেত্রকোনায় নারী উদ্যোক্তাদের জন্য ট্রেনিং সেন্টার উদ্বোধন
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং নিজেদের তৈরি পন্য বিক্রির জন্য নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যাগে তৈরি করে দেয়া হয়েছে সেলস সেন্টার। শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠের কর্নারে ওমেন্স ট্রেনিং সেন্টারটি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই ট্রেনিং সেন্টার, প্রবীণ কর্নার এবং ফুড সেলস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. নুরুল আমীন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, পৌরসভার কাউন্সিলর মান্নান খান আরজু, জাইকার প্রতিনিধি ইশরাত জাহান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আল আমিন সরকার, পিআইও মো. মিজানুর রহমান, নারী উদ্যোক্তা হোসনে আরা বেগম, কামরুন্নাহর লিপিসহ অন্যরা উপিস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, এখানে নারীরা যেমন প্রশিক্ষণ নিতে পারবে তেমনি তাদের তৈরি পণ্যও বিক্রি করতে পারবে। পাশাপাশি তাদের তৈরি করা খাবার বিক্রি করবে। বিশেষ করে বেশি বিক্রি হবে বিভিন্ন মেলাসহ অনুষ্ঠানে। এছাড়াও এটিতে প্রবীণদের বসে আড্ডা দেয়ার জন্য একটি প্রবীণ কর্নারও করে দেয়া হয়েছে। সমাজের কাউকে পেছনে ফেলে নয়, বরং সাথে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ- এই লক্ষ্যে সরকারের সুন্দর চিন্তা-চেতনা বাস্তবায়নে এমন উদ্যোগ বলে জানান তিনি।