নোয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

‘সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অবৈধ তফসিল ঘোষণা, বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার এবং বাড়িঘরে হামলার প্রতিবাদে’ নোয়াখালীতে বিএনপি সংবাদ সম্মেলন করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান অভিযোগ করে বলেন, অবৈধ তফসিল ঘোষণার পর জেলা সদরসহ বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার ও বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে। গত রাত থেকে ছয়জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা ভাঙচুর করে বিএনপির কর্মীদের ওপর দায় চাপছে।

সংবাদ সম্মেলনে নোয়াখালী জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কাজী কবির আহমেদ, এডভোকেট বাহার উদ্দিন, কৃষক দলের নেতা এডভোকেট রবিউল হাসান পলাশ, এডভোকেট আবদুল কাইয়ুম দিদার, এডভোকেট আবদুল মালেক, এডভোকেট আমির হোসেন, এডভোকেট আবদুল্যাহ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights