নৌকার ঘাঁটিতে ঈগলের হানা

মাদারীপুর প্রতিনিধি

এবার মাদারীপুর-৩ আসনে নৌকার ঘাঁটিতে হানা দিয়েছে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক। সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কালকিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি তাহমিনা বেগম। তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। লড়ছেন ঈগল প্রতীক নিয়ে। অন্য চারজন প্রার্থী থাকলেও তাঁরা মাঠে নেই বললেই চলে। স্বতন্ত্র প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন আওয়ামী লীগ প্রার্থী। মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৩৪০ জন। মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে রয়েছেন বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, নির্বাচনে কেন্দ্র দখলের হুমকিতে রয়েছেন। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকায়ই ভোট দেবে জনগণ। তাই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights