নৌকা ও ট্রাকের সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
শেরপুর প্রতিনিধি
শেরপুর-১ আসনের নৌকা ও ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে কুসুমহাটি এলাকায় নৌকা প্রতীকের পথসভা চলাকালে ওই এলাকার ট্রাক মার্কার সমর্থক কয়েকজন যুবক ওই সভার সামনে দিয়ে একাধিকবার মোটরসাইকেলে ঘোরাফেরা করে।
এতে নৌকার সমর্থকরা তাদের গতিরোধ করে চর-থাপ্পড় দেয়। এরই জের ধরে ট্রাকের সমর্থকরা প্রতিবাদ জানালে সেখানে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত পাঁচ যুবক।